তারুণ্যের পোশাক বলতে জিন্সকেই বোঝানো হয়। সব ঋতুতেই পরার উপযোগী বলে, জিন্স হয়ে উঠেছে আগের তুলনায় জনপ্রিয়। জিন্স পরতে ভালোবাসেন না, এমন মানুষের খোঁজ পাওয়া সত্যিই মুশকিল। ছেলে-মেয়ে উভয়ের কাছেই আরামদায়ক এবং ‘ইজি টু ওয়্যার’ আউটফিট হিসেবে জিন্স সবার প্রথম পছন্দ।
ক্যাজুয়াল, ফরমাল ও সেমি ফরমাল-তিনটি লুকেই এখন পোশাক পাওয়া যায়। তাই অফিস, মিটিং, উৎসব, ভ্রমণ-সব জায়গায় জিন্স বেছে নিচ্ছেন ফ্যাশনপ্রেমীরা। জিন্সের প্যান্টের কাটিংয়েও রয়েছে বৈচিত্র্য। কোনোটি মিড রাইজের, কোনোটি হাই রাইজ আবার কেনোটি লো রাইজের। তবে সব ধরনের জিন্সই বর্তমানে বেশ ট্রেন্ডিং।
কাকে কোন ধরনের জিন্স মানাবে সেটা শারীরিক ফিটনেসের উপর নির্ভর করে। উচ্চতার সঙ্গে মানানসই এমন জিন্স বেছে নিলে আত্মবিশ্বাস বাড়বে।
আসুন জেনে নেওয়া যাক কোন ধরনের জিন্স কার জন্য মানানসই-লো-রাইজ জিন্স যারা পরবেনলো-রাইজ কিংবা লো ওয়েস্ট জিন্সের মাপ সাধারণত ৮ ইঞ্চি হয়। লো রাইজ জিন্স নাভির অনেকটা নিচে পরা হয়। এ ধরনের জিন্স ৯০-এর দশকে বেশ জনপ্রিয় ছিল। আবার নতুন করে জনপ্রিয়তার তুঙ্গে। এটি যে কেউ পরতে পারে, তবে যাদের উচ্চতা কিছুটা কম তারা জিন্স পরলে বেশি ভালো লাগবে। তুলনামূলক তাদের লম্বা দেখাবে। বর্তমানে নারীরা ক্রপ টপ এবং কুর্তার সঙ্গে লো-রাইজ জিন্সের পরেন।
মিড-রাইজ জিন্স যারা পরবেনমিড-রাইজ জিন্স ৯ থেকে ১১ ইঞ্চি লম্বা হয়। এটি রেগুলার-রাইজ জিন্স টাইপ হিসেবেও পরিচিত। মিড রাইজ নাভির কাছাকাছি পরতে হয়। মিড-রাইজ জিন্স পাতলা গড়নে ভালো মানায়। তবে ফিট ও মাঝারি গড়নের শরীরে জিন্স বেশি মানানসই। জিন্সের সঙ্গে যে কোনো টপ পরতে পারেন। তবে ওভারসাইজটড টি-শার্ট কিংবা টপ এড়িয়ে চলাই ভালো।
হাই-রাইজ জিন্স কারা পরবেন হাই-রাইজ জিন্স সাধারণত ১০ ইঞ্চির বেশি লম্বা হয়। ৯০-এর দশকে এগুলো জনপ্রিয় পছন্দ ছিল এবং ২০০০- এর দশক থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। যাদের পা বেশিই লম্বা তারা বেছে নিতে পারেন। পা হাইলাইট করে বলে এই ধরনের জিন্স লম্বা মানুষদের বেশ ভালো মানায়। ক্যাজুয়াল লুক চাইলে শর্ট টপ বা শার্টের সঙ্গে এই ধরনের জিন্স পরলে দেখতে ভালোই লাগে।
প্যান্টের হেমলাইন কি শরীরের গঠনকে প্রভাবিত করে? প্যান্টের হেমলাইন অনেক গুরুত্বপূর্ণ। প্যান্টের হেমলাইন শারীরিক গঠন, যেমন উচ্চতা লম্বা-খাটো দেখাতে পারে, অর্থাৎ এটি শারীরিক গড়ন কেমন দেখাবে, তা প্রভাবিত করে। সঠিক হেমলাইন নির্বাচন করে প্যান্ট পরলে পুরো লুকই পরিবর্তন করা যায়।
কোন ধরনের জিন্স এখন ট্রেন্ডি বর্তমানে জনপ্রিয়তার দিক থেকে হাই-রাইজ জিন্স সবচেয়ে বেশি ট্রেন্ডিং। বিশ্বজুড়ে প্রায় সব নারীই ফ্লেয়ার্ড হেমলাইনসহ হাই-রাইজ জিন্স পরছেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
আরও পড়ুন শরতের বৃষ্টির দিনে পোশাক কেমন হবে পুরুষদের পোশাকে আভিজাত্য আনবে যেসব কালার কম্বিনেশনএসএকেওয়াই/কেএসকে/এএসএম