দেশজুড়ে

ধুনটে শালিস বৈঠকে সংঘর্ষ : আহত ১০

বগুড়ার ধুনটে জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে শালিস বৈঠকে সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার বিকেলে উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পূর্ব গুয়াডহরি গ্রামে এ ঘটনা ঘটে।আহতরা হলেন- ধুনট উপজেলার পূর্ব গুয়াডহরি গ্রামের জালাল মোল্লার ছেলে শাহ জামাল সেখ (৫০), তার স্ত্রী দেলোয়ারা খাতুন (৪০), ছোট ভাই শাহ আলী (৪০), আবুল হোসেনের ছেলে আনোয়ার হোসেন (২৬), শামীম হোসেন (৩২), মোনছের আলীর ছেলে নায়েব আলী (৫০), আবুল হোসেন (৬০), সাহেব আলীর ছেলে শফিকুল ইসলাম (২৬), করিম বক্স (২০) ও হায়দার আলী (২৫)।  স্থানীয়রা জানায়, আবুল হোসেনের সঙ্গে শাহ জামাল শেখের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে সোমবার বিকেলে পূর্ব গুয়াডহরি গ্রামে সমঝোতার বৈঠকে বসেন। ওই শালিশী বৈঠকে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আবু জাফর জানান, সংঘর্ষে আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়ে। অন্যান্যদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। ধুনট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, জমিজমা নিয়ে সংঘর্ষের ঘটনাটি শুনেছি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেয়া হবে।লিমন বাসার/এসএস/পিআর