প্রবাস

গ্রিসে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গ্রিসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সন্ধ্যায় গ্রিস বিএনপির আহ্বায়ক কমিটির আয়োজনে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রধান আহ্বায়ক ফারুক মিয়া ও সঞ্চালনা করেন সদস্য সচিব আশরাফ উদ্দিন ঠাকুর টিপু।

সভার শুরুতেই কোরআন তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন গ্রিস বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক সুফি।

বক্তব্য দেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি ও গ্রিস বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন দেওয়ান, বাংলাদেশ কমিউনিটির সাবেক সভাপতি ও গ্রিস বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, জসিম উদ্দিন, হাফেজ আহমদ, ইদ্রিস আলী আজিজ, মোক্তার হোসেনসহ আরও অনেকেই।

বক্তারা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

তারা প্রবাসে থেকেও তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। গান পরিবেশন করেন জিসা শ্যাম ও দোয়েল সংগঠনের সদস্যরা।

এর আগে গ্রিসে বেড়ে ওঠা বাংলাদেশি শিক্ষার্থীরা বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এমআরএম/জেআইএম