দেশজুড়ে

নড়াইলে ছয় জামায়াত নেতাসহ আটক ৫২

নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে জামায়াতের ৬ নেতা-কর্মীসহ ৫২ জনকে আটক করা হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, সন্ত্রাস ও জঙ্গি বিরোধী অভিযানে সদর থানা পুলিশ ৪ জামায়াত কর্মীসহ ১৯ জন, লোহাগড়া থানা পুলিশ ১৪ জন, কালিয়া থানা পুলিশ উপজেলা জামায়াতের আমির ও সালামাবাদ ইউনিয়ন জামায়াতের আমিরসহ ১০ জন এবং নড়াগাতি থানা পুলিশ ৯ জনকে আটক করেছে। পুলিশ সুপার সরদার রকিবুল জানান, পুলিশের বিশেষ অভিযানে জামায়াতের ৬ নেতা-কর্মীসহ ৫২ জনকে আটক করা হয়েছে। হাফিজুল নিলু/এফএ/পিআর