দেশজুড়ে

১২ বছর পর ফুলের দেখা পেল মোমেনা

মোমেনা খাতুন। বাড়ি সাতক্ষীরা সদরের কুকরালি এলাকায়। ১২ বছর আগে তিনি একটি ফুলের গাছ লাগিয়েছিলেন। গাছটি লাগানোর পর থেকেই ছিলেন ফুলের অপেক্ষায়। অবশেষে দেখা পেয়েছেন সেই কাঙ্ক্ষিত ফুলের। মঙ্গলবার গভীর রাতে গাছে বেশ কিছু ফুল সম্পূর্ণরূপে ফোটে। আবার সকালে সূর্য উঠার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়।  মোমেনা খাতুন জানান, ১২ বছর আগে গাছটি লাগানোর পর থেকেই ফুলের জন্য অপেক্ষা করছিলাম। গাছটির সঠিক নাম না জানলেও নাইটকুইন নামেই পরিচিত। এ গাছে ১২ বছর পর ফুল ফুটেছে। অনেক পরিচর্যা আর যত্নে লালন করা গাছটিতে ফুল দেখতে পেয়ে আমি অনেক খুশি।আকরামুল ইসলাম/এসএস/পিআর