গাইবান্ধায় শ্বাসরোধে তিন মাসের ছেলেকে হত্যার দায়ে বাবা জাহিদুল ইসলামকে (৪৮) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে গাইবান্ধা জেলা জজ আদালতের অতিরিক্ত বিচারক মো. শরিফুল ইসলাম এই দণ্ডাদেশ দেন। বিচারক একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের দণ্ড দেন। তবে দণ্ডপ্রাপ্ত জাহিদুল ইসলাম মামলার পর থেকে পলাতক রয়েছেন। জাহিদুল ইসলাম গাইবান্ধার সদর উপজেলার চক বরুল গ্রামের মৃত্যু নছিম উদ্দিনের ছেলে।রাষ্টপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. শফিকুল ইসলাম শফি জানান, জাহিদুল ইসলাম তার তিন মাসের শিশু পুত্রকে ২০০৫ সালের ১৮ ডিসেম্বর রাতে শ্বাসরোধ করে হত্যা করেন। এ ঘটনায় তার স্ত্রী পারুল বেগম বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মঙ্গলবার শুনানি শেষে বিচারক এই রায় দেন। অমিত দাশ/এআরএ/এবিএস