বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানে আলোচনায় আসেন ‘জেন জি’ বা ‘জেনারেশন জেড’। এরপর থেকেই সবাই নিজের জেনারেশন বা প্রজন্ম জানার জন্য আগ্রহী হয়ে ওঠেন।
আপনি কোন জেনারেশনের, তা জানতে সাহায্য করবে আপনার জন্মসাল। কোন সালে আপনার জন্ম? বিষয়টি জানতে পারলেই খুঁজে পাবেন আপনার প্রজন্ম বা জেনারেশন।
জেনে নিন জন্মসাল অনুযায়ী আপনার জেনারেশন:১. লস্ট জেনারেশন: ১৮৮৩-১৯০০২. দ্য গ্রেটেস্ট: ১৯০১-১৯২৭৩. দ্য সাইলেন্ট: ১৯২৮-১৯৪৫৪. বেবি বুমার্স: ১৯৪৬-১৯৬৪৫. জেন এক্স: ১৯৬৫-১৯৮০৬. মিলেনিয়াল: ১৯৮১-১৯৯৬৭. জেন জেড: ১৯৯৭-২০১২৮. জেন আলফা: ২০১৩-২০২৪৯. জেন বিটা: ২০২৫-২০৩৯।
আরও পড়ুন
তবে এই সময়সীমা একটি সাধারণ নির্দেশিকা। বিভিন্ন সূত্র বা গবেষণায় কিছুটা ভিন্নতা দেখা দিতে পারে। কিছু প্রজন্ম, যেমন জেন আলফা এবং জেন বিটা এখনো শিশু বা তরুণ হওয়ায় তাদের বৈশিষ্ট্য নির্ধারণে আরও কিছুটা সময় লাগতে পারে।
আপনার জন্মসাল এই সময়সীমার মধ্যে পড়লে আপনি সেই নির্দিষ্ট প্রজন্মের অন্তর্ভুক্ত হবেন। যদি এ তালিকা অনুসরণ করেন, তাহলে আপনার জন্মসাল কোন প্রজন্মের মধ্যে পড়ছে; তা সহজেই বুঝতে পারবেন।
এসইউ/এমএস