জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় ফজর আলী (৩০) নামে এককাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার পোল্যাকান্দী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ফজর আলী রাতে বাড়ি ফিরছিলো এসময় দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ইউনিয়নের পোল্যাকান্দী ব্রিজ এলাকায় গরু বোঝাই দ্রুতগতির একটি ট্রাক তাকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার সময় স্থানীয় জনতা ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। নিহত ফজর আলীর বাড়ি দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ইউনিয়নের মদনেরচর গ্রামে।