রাজনীতি

গুলশানে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকে বসেছেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল। রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীও উপস্থিত আছেন। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

আরও পড়ুন

কাজের জন্য ঢাকায় যাওয়ার দিন ফুরিয়ে আসছে: আহসান খান চৌধুরী

এবার রাজনৈতিক নেতারা কেন ড. ইউনূসের সফরসঙ্গী?

তিনি আরও জানান, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবুর নেতৃত্বে ১১ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিদলে রয়েছেন— প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী, হা-মীম গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, তপন চৌধুরী, নাসিম মনজুর, কামরান টি রহমান, তাসকিন আহমেদ, এম এ হাতেম, ফজলে এশান শামীম, মাহমুদ হাসান খান ও ডা. রশিদ আহমেদ হোসেনী।

কেএইচ/এমআইএইচএস/জিকেএস