সাহিত্য

আশ্বিনে শিউলি ফোটে

আশ্বিনকালে গাছের শাখেশিউলি ফোটে রাতে,ফুল কুড়িয়ে ছোট্ট খুকিমালা বানায় হাতে।

সাদা ফুলের সঙ্গে কমলারঙের মাখামাখি, প্রাতঃবেলা শিউলি শাখেপাখির ডাকাডাকি।

গাছের তলায় শিউলি ঝরেবিছানা পেতে থাকে,শিউলি ফুলের মিষ্টি সুবাসভেসে আসে নাকে।

এসইউ/জেআইএম