অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত সামাজিক উদ্ভাবন বিষয়ক বৈঠকে অংশ নিয়েছেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে সামাজিক উদ্ভাবন বিষয়ক ‘সোশ্যাল ইনোভেশন: মবিলাইজিং ফাইন্যান্সিং থ্রু সোশ্যাল ইনোভেশন’ শীর্ষক সরকারি ও বেসরকারি খাতের নেতাদের এক বৈঠকে যোগ দেন তিনি।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডব্লিউইএফ) এ অনুষ্ঠানের আয়োজন করে ।
প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
এমইউ/জেএইচ/এএসএম