ধর্ম

কবরে কাঁচা ডাল পুঁতে দেওয়ার বিধান কী?

 

প্রশ্ন: কবরে কাঁচা ডাল পুঁতে দেওয়ার বিধান কী? মৃত ব্যক্তিকে মাটি দেওয়ার পর কবরের চার কোণে চার জন খেজুর গাছের ডাল বা অন্য গাছের ডাল পুঁতে দেওয়া কি শরীয়তসম্মত? এতে কি মৃতের উপকার হয়?

উত্তর: কবরে খেজুর গাছের এক/ দুটি কাঁচা ডাল পুঁতে দেওয়া আল্লাহর রাসুলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমল দ্বারা প্রমাণিত। বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে, এক দিন আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) দুটি কবরে আজাব হচ্ছে জানতে পেরে একটি খেজুর গাছের ডালকে দুই টুকরো করে কবর দুটিতে পুঁতে দেন। (সহিহ বুখারি: ১/১৮২)

অন্য বর্ণনায় এসেছে, সাহাবি বুরাইদা আসলামি (রা.) মৃত্যুর আগে অসিয়ত করে যান, যেন তার কবরে খেজুর গাছের দুটি ডাল পুঁতে দেওয়া হয়। (সহিহ বুখারি: ১/১৮১)

এসব বর্ণনা থেকে যেহেতু কবরে খেজুর বা অন্য কোনো গাছের ডাল পুঁতে দেওয়ার বিষয়টি প্রমাণিত হয়। তাই কেউ চাইলে মৃত ব্যক্তিকে মাটি দেওয়ার পর কবরে খেজুর গাছ বা যে কোনো গাছের এক/ দুটি ডাল পুঁতে দিতে পারে।

তবে আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে যেমন দেখা যায়, মরদেহ কবর দেওয়ার পর কবরের চার কোণে চারজন দাঁড়িয়ে চারটি তাজা ডাল পুঁতে দেয়, অথবা চারটি ডাল হাতে নিয়ে চার কুল পড়ে কবরে পুঁতে দেয়—এগুলো মানুষের বানানো মনগড়া আমল। এসব ভিত্তিহীন আমল থেকে বিরত থাকা উচিত। এসব আমলকে সুন্নত, মুস্তাহাব, বিশেষ ফজিলতপূর্ণ বা মৃতের মুক্তির উপায় বলে বিশ্বাস করা ঠিক নয়।

মৃত ব্যক্তিকে কবর দেওয়ার পর তার মুক্তির জন্য বেশি বেশি দোয়া করা উচিত, দান-সদকা, কোরআন তেলাওয়াত বা অন্যান্য আমল করে তার জন্য সওয়াব পাঠানো উচিত যেভাবে ইসলাম আমাদের শিখিয়েছে।

ওএফএফ