চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ তিন নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জীবননগর উপজেলার শিয়ালমারী গ্রাম থেকে তাদের আটক করা হয়।আটক নারীরা হলেন- যশোর জেলার সিতারামপুর গ্রামের মরিয়ম খাতুন (৪০), পারভীন আক্তার (৩৫) ও নাছরিন আক্তার (২৮)। জানা যায়, চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীন উথলী বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার শিয়ালমারী গ্রামে অভিযান চালায়। এ সময় তারা শিয়ালমারী গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে ওই তিন নারীকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে শরীরের সঙ্গে অভিনব কায়দায় বাঁধা ১১৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।সালাউদ্দীন কাজল/এসএস/আরআইপি