লিফলেট ও জিহাদি বইসহ সানাউল ইসলাম ইয়ামিন (২৫) নামে ছাত্র শিবিরের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নিশিন্দারা উপশহর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শিবির নেতা শিবগঞ্জ উপজেলার চালুঞ্জাহাট এলাকার বাবর আলীর ছেলে এবং বগুড়া শহরের ১নং ওয়ার্ড ছাত্র শিবিরের সেক্রেটারি।বগুড়া সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, উপ-শহর এলাকায় লিফলেট ও জিহাদি বই বিতরণ করার সময় তাকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে বেশ কিছু লিফলেট, জিহাদি বই এবং শিবিরের সাংগঠনিক ব্যক্তিগত রিপোর্ট বই উদ্ধার করা হয়। ইয়ামিন শিবিরের নতুন কমিটির ১নং ওয়ার্ডের সেক্রেটারি বলে পুলিশের কাছে স্বীকার করে।লিমন বাসার/এসএস/আরআইপি