লাইফস্টাইল

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর ট্রিক

ডিম আমাদের শরীরে প্রোটিনের অভাব পূরণ করে পুষ্টি জোগায়। ডিম অনেকভাবে খাওয়া গেলেও স্বাস্থ্য সচেতন বেশিরভাগ মানুষ ডিম সেদ্ধ খেতেই পছন্দ করেন।

তবে ডিম সেদ্ধ করা সহজ হলেও খোসা ছাড়ানোর সময় অনেকেই সমস্যায় পড়েন। কখনো কখনো ডিমের খোসার সঙ্গে সাদা অংশ উঠে আসে, দেখতে বাজে লাগে।

তাই ডিম সেদ্ধ করা ও ডিমের খোসা ছাড়ানোর সময় কিছু টিপস অনুসরণ করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

চলুন, উপায়গুলো জেনে নেওয়া যাক—

১. সঠিকভাবে সেদ্ধ করাডিমের খোসা নিঁখুতভাবে ছাড়ানোর জন্য ডিম সঠিকভাবে সেদ্ধ করুন। কম-মাঝারি আঁচে প্রায় ১০ মিনিট ধরে সেদ্ধ করতে হবে। বেশি বা কম সেদ্ধ করলে খোসা ছাড়াতে সমস্যা হবে।

২. লবণ পানিতে সেদ্ধ করাডিম সেদ্ধ করার সময়ে পানিতে এক চা চামচ লবণ দিন। এতে ডিম ফেটে গেলে ডিমের সাদা অংশ দ্রুত শক্ত হয়ে যাবে এবং পানিতে ছড়িয়ে পড়বে না। এছাড়া লবণ দিয়ে সেদ্ধ করলে ডিমের খোসা এবং ডিমের সাদা অংশের মধ্যেকার পর্দা কিছুটা আলগা হয়ে যায়। তাতে সেদ্ধ ডিম ছাড়াতে সুবিধা হয়।

৩. সেদ্ধর পর ডিম ঠান্ডা পানি ডুবিয়ে রাখা ডিম সেদ্ধ করার পর গরম পানি থেকে বের করে ঠান্ডা পানিতে ডুবিয়ে দিতে হবে। এতে ডিমের সাদা অংশ সামান্য সঙ্কুচিত হয়ে খোসা আলগা হয়ে যাবে। ফলে খোসা ছাড়ানো সহজ হবে।

৪. বেকিং সোডাডিমের খোসা ছাড়াতে কাজে লাগতে পারেন বেকিং সোডা। ফুটন্ত পানিতে এক চিমটি বেকিং সোডা দিয়ে দিলে ডিমের ওপরের খোসাকে নরম করবে এবং খোসা ছাড়ানো সহজ হবে।

৫. চামচের ব্যবহার করেডিমের খোসা ছাড়ানোর সবচেয়ে সহজ উপায়গুলোর মধ্যে একটি হলো চামচের ব্যবহার। প্রথমে ডিম সেদ্ধ করে এরপর ডিমের ওপর থেকে সামান্য অংশের খোসা ছাড়িয়ে নিন। সেই অংশের মধ্যে চামচ ঢুকিয়ে ডিমটি ঘোরাতে শুরু করুন। কয়েক মিনিটের মধ্যে ডিমের খোসা ডিমের সাদা অংশ থেকে আলগা হয়ে খুলে যাবে।

সূত্র: টেস্টিং টেবিল, টাইমস অব ইন্ডিয়া, সিম্পলি রেসিপি

আরও পড়ুন: ভাত রান্নার পরে নাড়বেন না কেন?প্রতিদিন মুড়ি খেলে কী উপকার পাবেন

এসএকেওয়াই/এএমপি/জেআইএম