নতুনদের দিয়ে সিনেমা বানানোর ঘোষণা দিয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্ক চোপড়া। সুযোগের অভাবে নিজের যোগ্যতার প্রতিফলন ঘটাতে পারছে না এমন নতুন প্রতিভাদের নিয়ে কাজ করবেন তিনি।ইত্যোমধ্যে প্রযোজকের খাতায় নাম তুলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। এরই মধ্যে তার প্রযোজনায় `ম্যাডামজি` নামের একটি চলচ্চিত্র নির্মাণের কাজে হাত দিয়েছেন বলিউডের খ্যাতিমান নির্মাতা মধুর ভান্ডারকর।প্রিয়াঙ্কা বলেন, শুধু নামীদামী নির্মাতাদের সঙ্গে নয়, প্রযোজক হিসেবে সেসব নতুন প্রতিভাদের সঙ্গে তিনি কাজ করতে চান- সুযোগের অভাবে যারা নিজের যোগ্যতার প্রতিফলন ঘটাতে পারছে না। তিনি বলেন, `আমি এমন বহু লোককে চিনি, যারা কাজের সুযোগ পাচ্ছে না। আমি চাই কিছু লেখক তৈরি করতে এবং বিষয়ভিত্তিক সিনেমা নির্মাণ করতে।অবশ্য এক্ষেত্রে খুব বড়ো কোনো বিনিয়োগ নয়, ছোট ছোট সিনেমা বানিয়ে নিজের চাওয়া পূরণ করতে চান প্রিয়াঙ্কা। বললেন, `আমি ছোট প্রযোজক। আমি বড় সিনেমা বানাতে পারবো না। আমি কারো কাছ থেকে কোনো সহাযোগিতা নিতে চাই না, চাই নিজেকে প্রমাণের জন্য একটি সিনেমা। আমি নতুন প্রতিভাদের নিয়ে ছোট সিনেমা বানাতে চাই। কবে নাগাদ এই লক্ষ্যে কাজ শুরু করবেন, সে বিষয়ে অবশ্য এখনো কিছু জানাননি প্রিয়াঙ্কা। এনডিটিভি