দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় জেএমবি সদস্যসহ আটক ২৫

সারাদেশে জঙ্গি দমনে সপ্তাহব্যাপী পুলিশের সাঁড়াশি অভিযানের শেষ দিনে ব্রাহ্মণবাড়িয়ায় কাজী সিরাজুল ইসলাম (২৪) নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যসহ ২৫ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তবে বাকি আটকদের নাম-পরিচয় জানা যায়নি।জেলা পুলিশের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার (এএসপি) সোনিয়া পারভীন আটকের বিষয়টি নিশ্চিত করে জাগোনিউজকে জানান, জঙ্গি দমনের সাঁড়াশি অভিযানের শেষ দিনে শুক্রবার সকাল পর্যন্ত জেলার ৯টি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জেএমবি সদস্য কাজী সিরাজুল ইসলামসহ ২৫ জনকে আটক করা হয়েছে।আটকদের মধ্যে নিয়মিত বিভিন্ন মামলার আসামিরাও রয়েছেন বলে জানান তিনি।আজিজুল সঞ্চয়/এফএ/পিআর