কক্সবাজার সদর উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। উপজেলা পরিষদ গেটসংলগ্ন এলাকায় শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- কক্সবাজার শহরের গোল দীঘিরপাড় এলাকার সুমন সেনের ছেলে জনি সেন (১৮) ও উখিয়া উপজেলার কুতুপালং এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে শহিদুল ইসলাম (১২)।কক্সবাজার সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুল কাদের পাটোয়ারী জানান, সকাল সাড়ে ৮টার দিকে একটি মাইক্রোবাস ওই মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। তারা বাস টার্মিনালসংলগ্ন একটি মোটরসাইকেল গ্যারেজের কর্মচারী।