দেশজুড়ে

পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান কার্যালয়ে দুদকের অভিযান

বিভিন্ন সরঞ্জাম কেনাকাটায় অতিরিক্ত ব্যয় দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে পশ্চিমাঞ্চল রেলভবনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযান চলছে।

বুধবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে দুদক রাজশাহী জেলা কার্যালয়ের একটি দল সেখানে অভিযান শুরু করে।

দুদকের উপ-পরিচালক ফজলুল বারী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পশ্চিম রেলওয়ে দুদকের অভিযান চলছে। সেখানে আমাদের একটি টিম কাজ করছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

সাখাওয়াত হোসেন/এমএন/এএসএম