তথ্যপ্রযুক্তি

শীতের আগেই এসির যেসব কাজ করানো জরুরি

রাতের হীম জানান দিচ্ছে শীত প্রায় দোর গোড়ায়। তবে দিনের বেলা গরম কমছে না। গরমে এসি ছাড়া এক মুহূর্ত যেন স্বস্তি মিলছে না। বাড়িতে, অফিসে সব জায়গায় এসি ব্যবহার করছেন।

শীত আসতে দেরি হলেও আপনার আগে থেকেই প্রস্তুতি নেওয়া উচিত। বিশেষ করে শীতে এসি বন্ধ থাকবে প্রায় কয়েক মাস। তার আগে এসির কয়েকটি কাজ করুন। শীতের আগে এসির কিছুটা যত্ন নিলে শীতকালেও নিরাপদে রাখা যায় এবং গরমকালে আবার চালু করার সময় ঝামেলা কম হয়। আসুন জেনে নেওয়া যাক কী কী করবেন-

১. ধুলাবালি জমলে এসির ভেতরে ব্যাকটেরিয়া জন্মাতে পারে। প্রতি ১-২ মাস পর পর ফিল্টার খুলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে শুকিয়ে আবার লাগান। শীতের আগে যখন এসি একেবারে বন্ধ করছেন তখন ফিল্টার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখুন। তাতে অনেক সমস্যা কমবে না।

২. ইভাপোরেটর (ভেতরের ইউনিট) আর কনডেন্সারে (বাইরের ইউনিট) ধুলা জমে গেলে ঠান্ডা/গরম বাতাস সঠিকভাবে চলাচল করে না। প্রয়োজনে টেকনিশিয়ান দিয়ে সার্ভিস করিয়ে নিন।

৩. আরও একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। ড্রেন পাইপে ময়লা জমে থাকলে পানি লিক হতে পারে। ভ্যাকুয়াম বা ব্লোয়ার দিয়ে পাইপ পরিষ্কার করে রাখুন ভালোভাবে।

৪. শীতকালে ব্যবহার না করলে বাইরের কনডেন্সার ইউনিটের উপর কভার দিন। কারণ এখন এসি অনেকদিন বন্ধ থাকবে। এসি ইউনিট ঢেকে রাখলে ধুলোবালি পড়বে না।

৫. দীর্ঘসময় এসি ব্যবহার না করলে ব্যাটারি খুলে রাখাই ভালো। না হলে ব্যাটারি লিক হয়ে রিমোট নষ্ট হতে পারে। শীতকালে এসি ব্যবহার না করলে পাওয়ার প্লাগ খুলে রাখতে পারেন। এতে বিদ্যুৎ সাশ্রয় ও নিরাপত্তা দুটোই বাড়বে।

আরও পড়ুনবাড়িতে স্প্লিট এসি পরিষ্কার করবেন যেভাবেগরমে এসি ঘামলে সতর্ক হওয়া জরুরি

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/এমএস