দেশজুড়ে

গুপ্তহত্যা করে সরকারের পতন ঘটানো যাবে না : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, গুপ্তহত্যা করে সরকারের পতন ঘটানো যাবে না, বেগম খালেদা জিয়া আপনাকে জানাতে চাই আপনার এই অশুভ চক্রান্ত কোনো দিন সফল হবে না। মাদারীপুরের কালকিনি উপজেলায় ত্রী-বার্ষিক উপজেলা ও পৌর আওয়ামী লীগের সম্মেলন ও কমিটি গঠন উপলক্ষে শনিবার সন্ধ্যায় প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া এখন ধর্মযাজক, ইমাম ও পুরোহিতদেরকে গুপ্তহত্যা শুরু করেছেন। আমাদের হাজার বছরের পুরনো অসম্প্রাদয়ীক চেতনার এ বন্ধনকে কোনো ভাবেই নষ্ট হয়ে যেত দিব না।অনুষ্ঠান শেষে মাদারীপুর শিক্ষক হত্যা চেষ্টায় আসামি গোলাম ফাইজুল্লাহ ফাহিম বন্দুকযুদ্ধে নিহত হওয়ার ঘটনায় সাংবাদিকদের এক প্রশ্নে হানিফ বলেন এই বিষয়ে তিনি জানেন না। দেশের প্রশাসন এ বিষয়ে ব্যবস্থা নেবে। উক্ত অনুষ্ঠান শেষে সন্ধ্যা ৬টার দিকে উপজেলা ও পৌর আওয়ামী লীগের সংক্ষিপ্ত কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে উপজেলা আওয়ামী লীগ সভাপতি তাহমিনা সিদ্দিকা, সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল, সাংগাঠনিক সম্পাদক মানিরুজ্জামান হাওলাদার ও পৌর আওয়ামী লীগ সভাপতি অ্যাড. আবুল বাসার ও সিনিয়র সভাপতি আশ্রারাফ বেপারীকে প্রাথমিক কমিটি করে পরর্বতীতে পূর্ণাঙ্গ কমিটি করা হবে বলে জানানো হয়।কালকিনি উপজেলা সভাপতি তাহমিনা সিদ্দিকির সভাপত্বিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মাদারীপুর-৩ আসনের এমপি আফম বাহউদ্দিন নাসিম, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মো. সাহাবদ্দিন মোল্লা, মাদারীপুর জেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, কালকিনি উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামন শাহিন, কালকিনি পৌর মেয়র মো. এনায়েত হোসেন এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী।নাসিরুল হক/এফএ/এবিএস