১৯৯৬ সালের ১৯ জুন রাতে ঘাতকদের বুলেটে প্রাণ হারানো স.ম আলাউদ্দিন হত্যার বিচার কাজ আজও সম্পন্ন হয়নি। ২০ বছর পরও চাঞ্চল্যকর এ হত্যার বিচার না হওয়ায় হতাশা ব্যক্ত করেছেন সাংবাদিকরা। ক্ষোভ প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন, প্রতি মাসে আলাউদ্দিন হত্যা মামলাটি চাঞ্চল্যকর মামলা হিসেবে চিহ্নিত করেও তার বিচার নিষ্পত্তি না করা দুঃখজনক। এখন বিচারহীনতার সংস্কৃতি চালু হয়েছে। বিশিষ্ট সাংবাদিক, দৈনিক পত্রদূত পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম স.ম আলাউদ্দীনের ২০তম মৃত্যুবার্ষিকীতে সাতক্ষীরা প্রেসক্লাব কর্তৃক আয়োজিত স্মরণ সভায় সাংবাদিক নেতৃবৃন্দ এসব কথা বলেন। এ সময় বক্তারা অবিলম্বে হত্যার বিচার কাজ বাস্তবায়ন করার দাবি জানান।রোববার বেলা ১১টায় প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম কামরুজ্জামানের পরিচালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু আহমেদ, সুভাষ চৌধুরী, আনিছুর রহিম, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মমতাজ আহমেদ বাপী, মোস্তাফিজুর রহমান উজ্জ্বল।এছাড়া সাবেক যুগ্ম সম্পাদক ইয়ারব হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম, দফতর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, শহীদুল ইসলাম, বরুণ ব্যানার্জী, অসীম বরণ চক্রবর্তী, শ্রমিক নেতা শেখ হারুন-উর-রশিদ, সাংবাদিক আমিনুর রশীদ, কবি শাহজাহান সিরাজ প্রমুখ। এর আগে তালার মিঠাবাড়িতে মরহুমের কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ। আকরামুল ইসলাম/এসএস/এমএস