জঙ্গি ও সন্ত্রাস দমনে দেশব্যাপী শুরু হওয়া সাঁড়াশি অভিযানের শুরুতেই সাতক্ষীরায় কথিত বন্দুকযুদ্ধ নিহত হয় তালা উপজেলার দোহার গ্রামের আব্দুল গফফার সানার ছেলে মোজাফফর সানা। পুলিশের পক্ষ থেকে বলা হয়, বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তি পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা। পরদিন শনিবার তালার তেঘরিয়া এলাকায় কথিত বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয় সঞ্জিত অধিকারী। পুলিশের পক্ষ থেকে বলা হয়, গুলিবিদ্ধ ব্যক্তি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য। জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক কামাল হোসেন জাগো নিউজকে বলেন, ১০ জুন থেকে শুরু হওয়া অভিযানে ১৯ জুন রোববার পর্যন্ত গ্রেফতার হয়েছে ৩৭৮ জন। জেএমবি সন্দেহে আটক করা হয়েছে ৫ জনকে। তাছাড়া আটকরা নাশকতাসহ বিভিন্ন মামলার আসামি। এ অভিযান অব্যাহত থাকবে। একদিকে পুলিশের সাঁড়াশি অভিযান অন্যদিকে ব্যাটারিচালিত ভ্যান, ইজিবাইক ও মোটরসাইকেল বিরোধী অভিযান। অভিযান আতঙ্কে এখন ফাঁকা হয়ে গেছে ব্যস্ততম সাতক্ষীরা শহর। যানবাহন সংকটে একস্থান থেকে অন্যস্থানে যেতে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা।জেলা আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, ১ মে থেকে শহরে ব্যাটারিচালিত ভ্যান, ইজিবাইকের বিরুদ্ধে অভিযান শুরু হয়। খুলে নেয়া হয় ভ্যানের ব্যাটারি।শহরের এক ভ্যানচালক অহেদ আলী বলেন, আমার ভ্যানের মোটর খুলে নিয়েছে পুলিশ। বলেছে, মোটর ফিরে পেতে হলে মামলা চালাতে হবে। আদালতে যেতে হবে। আমি ভ্যান চালাই আদালতের কি বুঝি? সাতক্ষীরা সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক মনিরুল ইসলাম জানান, স্ত্রী-সন্তানকে নিয়ে ঈদের কেনাকাটা করতে গিয়েছিলাম। যাবতীয় কাগজপত্র ছিল। আমার ও স্ত্রীর মাথায় হেলমেট ছিল। অপরাধ বাচ্চাকে মোটরসাইকেলে তুললাম কেন? এই অভিযোগে মামলা দিয়ে মোটরসাইকেলটাও নিয়ে গেল। কোনো দেশে বাস করছি?শহরের এক ব্যাবসায়ী বলেন, মার্কেটে ক্রেতা নেই। রোজার শুরু থেকেই কেনাকাটা জমে উঠে। কিন্তু এ বছর ব্যতিক্রম হচ্ছে। অভিযানের কারণে মানুষ বের হচ্ছে না। ব্যাটারিচালিত ভ্যান ও ইজিবাইক বন্ধ থাকায় গ্রামের সাধারণ মানুষ শহরে আসতে পারছে না। এ বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জাগো নিউজকে বলেন, অবৈধভাবে চলাফেরা করলে বিড়ম্বনায় পড়তেই হবে। অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান চলছে। এটি অব্যাহত থাকবে। আকরামুল ইসলাম/এসএস/পিআর