জাতীয়

শাহজালালের আরও ৪ ফ্লাইটের শাহ আমানতে অবতরণ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও চারটি ফ্লাইট ঢাকার পরিবর্তে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করেছে।

এছাড়া আগুন লাগার কারণে শাহজালাল বিমানবন্দরের এয়ারফিল্ড সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৫টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল মুঠোফোনে জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে অগ্নিকাণ্ডের প্রেক্ষিতে বিমানবন্দরের এয়ারফিল্ড সন্ধ্যা ৬টা পর্যন্ত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

এই পরিস্থিতিতে ঢাকা থেকে আরও চারটি আন্তর্জাতিক ফ্লাইট ডাইভার্ট হয়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে এসেছে। এর মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুটি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট রয়েছে।

এর আগেও চারটি ফ্লাইট ঢাকার পরিবর্তে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

যাত্রীদের নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান মোহাম্মদ ইব্রাহিম খলিল।

এমআরএএইচ/ইএ/এমএম