খেলাধুলা

শেরে বাংলায় মাঠের মধ্যে ঢুকে পড়লেন দর্শক, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

উইকেট সাবলীল ব্যাটিং উপযোগী না। ইচ্ছেমত হাত খুলে খেলার উইকেট এটা না। কাজেই দর্শক বিনোদন বলতে যা বোঝায়, চার-ছক্কার ফুলঝুরি ছোটানো দেখাও হয়নি তেমন। এক অর্থে নির্জীব ক্রিকেট।

তারপরও শনিবার রাতে টাইগার লেগস্পিনার রিশাদ হোসেনের ঘূর্ণি বাংলাদেশ সমর্থকদের মনে আশার সঞ্চার করেছে। এর মধ্যে মাঠে ঘটে গেলো আরেক ঘটনা।

ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ২২ নম্বর ওভারে মাঠে ঢুকে গেলেন এক টাইগার সমর্থক। বলা নেই কওয়া নেই মিডঅনে দাঁড়িয়ে থাকা বাংলাদেশ বাঁহাতি স্পিনার তানভীরকে ধরতে গেলেন সেই ভক্ত।

মুহূর্তের মধ্যে শেরে বাংলার নিরাপত্তা রক্ষী ও পুলিশ বাহিনীর সদস্যরা এসে ওই ভক্তকে ধরে ফেললেন এবং মাঠের বাইরে নিয়ে যান।

যদিও অপ্রীতিকর কিছু ঘটেনি। তবে মাঠের মধ্যে এভাবে দর্শক ঢুকে পড়া নিঃসন্দেহে নিরাপত্তাব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন তুলে দেয়।

এআরবি/এমএমআর/জেআইএম