বরিশালে মৎস্য অধিদপ্তরের অভিযানকারী দলের ওপর হামলা চালিয়েছে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ শিকারি জেলেরা। এনিয়ে ২৪ ঘণ্টায় দুই বার হামলার শিকার হলেন তারা।
রোববার (১৯ অক্টোবর) বিকেলে হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে তাদের ওপর হামলা চালায় জেলেরা। এতে আহত হয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলমসহ কমপক্ষে ১৫ জন। আত্মরক্ষার্থে কোস্টগার্ড আট রাউন্ড ফাঁকা গুলি করেছে।
অভিযানের নেতৃত্ব দেওয়া জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, দুটি স্পিডবোটে আমরা রোববার মেঘনায় অভিযানে যাই। বিকেলে ধুলখোলা ইউনিয়ন সংলগ্ন মেঘনায় পৌঁছালে ইলিশ নিধনকারী জেলেদের ২০টি ট্রলার আমাদের ঘিরে ফেলে। প্রতিটি ট্রলারে কমপক্ষে ২০ জন ছিল। সবার হাতে ছিল লাঠিসোঁটা। তারা এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করে।
তিনি আরও জানান, হামলাকারীদের মোকাবিলা করতে কোস্টগার্ড আট রাউন্ড ফাঁকা গুলি করেছে। কোনোরকম সেখান থেকে অভিযানকারী দল ফিরে আসতে পেরেছে। উপজেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ১৫জন হিজলা উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বরিশাল ও মেহেন্দিগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়ন সংলগ্ন কালাবদর নদীতে অভিযানকারী দলের ওপর জেলেরা হামলা করে। সেখানেও ২০ রাউন্ড ফাঁকা গুলি করতে হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল হোসাইন বলেন, আমরা জান নিয়ে কোনোরকম পালিয়ে এসেছি।
শাওন খান/আরএইচ/এমএস