দেশজুড়ে

পর্ন-তারকা যুগল ফল ব্যবসায়ী পরিচয়ে বান্দরবানে বাসা ভাড়া নেন

ফল ব্যবসায়ী পরিচয়ে বান্দরবানে বাসা ভাড়া নিয়েছিলেন গ্রেফতার পর্ন তারকা যুগল। রোববার (১৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টায় বান্দরবানের রোয়াংছড়ি বাসস্টেশন এলাকার একটি ভাড়াবাসা থেকে তাদের গ্রেফতার করে সিআইডি।

গ্রেফতার দুজন চট্টগ্রামের আনোয়ারার বরুমছড়া এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, বান্দরবানে ফল ব্যবসায়ী পরিচয়ে বাসাভাড়া নিয়ে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন এই দম্পতি।

আরও পড়ুন:পর্ন-তারকা যুগল অন্য বাংলাদেশিদেরও যুক্ত করে, বলছে সিআইডিপর্ন-তারকা যুগল পালিয়ে ছিলেন বান্দরবান, গোয়েন্দা তথ্যে গ্রেফতারওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা যুগল গ্রেফতার

ওই বাড়ির ম্যানেজার জানান, ১৩ অক্টোবর ফল ব্যবসায়ী পরিচয় দিয়ে ভবনের পাঁচতলায় ১০ হাজার টাকায় দুজনকে রুম ভাড়া দেওয়া হয়। ভাড়া দেওয়ার সময় আইডি কার্ডসহ নিয়ম অনুসারে সবকিছু রাখা হয়। তিনি আরও বলেন, কোথাও গেলে বা তারা বাসার বাইরে গেলে দুজনই হেলমেট পরে বের হন। কিন্তু তারা যে এসব অবৈধ কাজে জড়িত সেটি জানতেন না তিনি। গ্রেফতার হওয়ার আগে আত্মীয় পরিচয় দিয়ে আরও একজন এসেছিলেন তাদের বাসায়।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, গতকাল রাতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়েছে। রাতেই তাদের চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়।

সম্প্রতি ঢাকাভিত্তিক একটি ডিজিটাল অনুসন্ধানমূলক সংবাদমাধ্যম দ্য ডিসেন্ট এই দুই যুগলের বিষয়টি সামনে আনে।

এনএসি/এসএনআর/এমএস