দেশজুড়ে

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ, দুই লাখ টাকা জরিমানা

ফরিদপুরের সদরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও নোংরাভাবে খাবার সংরক্ষণের দায়ে একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সদরপুর কলেজ রোডস্থ মমিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এই অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা। বিষয় নিয়ে তিনি বলেন, হোটেলের রান্নাঘর ও খাবার তৈরির স্থান খুবই নোংরা এবং স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। ফ্রিজে রান্না ও কাচা মাংস রাখা, খাবার তৈরির জায়গায় তেলাপোকা পাওয়া যায়। এসব অপরাধের দায়ে নিরাপদ খাদ্য আইনে ওই প্রতিষ্ঠানকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়।

এসময় অভিযানে আরও উপস্থিত ছিলেন, জেলার সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন, খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা এবং আনসার ব্যাটালিয়নের সদস্যরা।

এন কে বি নয়ন/কেএইচকে/জিকেএস