খেলাধুলা

এমবাপের হাফ সেঞ্চুরি, বার্সাকে সরিয়ে শীর্ষে রিয়াল

লা লিগায় দুর্দান্ত ফর্ম ধরে রেখে রিয়াল মাদ্রিদকে আবারও জয় এনে দিলেন কিলিয়ান এমবাপে। রোববার গেটাফের বিপক্ষে তার একমাত্র গোলেই ১-০ ব্যবধানে জয় তুলে নিয়ে লা লিগার শীর্ষে ফিরল রিয়াল মাদ্রিদ। ৯ ম্যাচ শেষে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সা।

গেটাফের মাঠে রিয়াল মাদ্রিদকে পুরোপুরি আটকে দিয়েছিল স্বাগতিকরা। ৮০ মিনিট পর্যন্ত কোনো গোল হয়নি। মূলদতঃ ম্যাচের মোড় ঘুরে যায় দ্বিতীয়ার্ধে, ম্যাচের ৭৭তম মিনিটে, এক নাটকীয় ঘটনায়।

গেটাফের বদলি খেলোয়াড় অ্যালান নিয়ম মাঠে নামার এক মিনিটও না পেরোতেই ভিনিসিয়ুস জুনিয়রকে অযথা ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন। তার মাঠ থেকে বেরিয়ে যাওয়ার কয়েক সেকেন্ড পরই গোল করেন এমবাপে। সে সঙ্গে দারুণ এক মাইলফলক স্পর্শ করেন তিনি। ক্লাব ও দেশের হয়ে ২০২৫ সালে তার এটি ছিল ৫০তম গোল। ২০২৩ সালেও পিএসজিতে থাকাকালীন এক বছরে ৫০ প্লাস গোল করেছিলেন এমবাপে।

শেষ দিকে আরও বিপাকে পড়ে গেটাফে, যখন ৮৪তম মিনিটে আলেক্স সানক্রিস দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। ফলে নয়জন নিয়ে তাদেরকে ম্যাচটি শেষ করতে হয়।

ভিনিসিয়ুস শুরুতে একাদশে ছিলেন না; কিন্তু দ্বিতীয়ার্ধে মাঠে নামার পর ম্যাচের গতিপথই বদলে দেন তিনি। তার গতিময় ড্রিবলিং ও দারুণ বল নিয়ন্ত্রণ গেটাফে ডিফেন্ডারদের বিপদে ফেলে দেয়, যার ফলেই দু’জন খেলোয়াড় লাল কার্ড দেখেন।

শেষ মুহূর্তে থিবো কুর্তোয়া দারুণ এক সেভ না করলে হয়তো ম্যাচের ফল ভিন্ন হতে পারত, কারণ দুই খেলোয়াড় কম নিয়ে খেলেও গেটাফে শেষদিকে এক পয়েন্টের আশা জাগিয়েছিল।

এই জয়ের ফলে জাভি আলোনসোর মাদ্রিদ আবারও লিগের শীর্ষে উঠে এল। এখন তাদের সামনে বুধবার চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাসের বিপক্ষে ম্যাচ, এরপর আগামী রোববার মৌসুমের প্রথম ‘এল ক্লাসিকো’তে বার্সেলোনার মুখোমুখি হবে তারা।

ম্যাচের শুরুতেই দেখা যায় এক ভিন্ন দৃশ্য— ডিসেম্বর মাসে ভিয়ারিয়াল ও বার্সেলোনার ম্যাচটি মিয়ামিতে আয়োজিত হওয়ার পরিকল্পনার প্রতিবাদে দুই দলের খেলোয়াড়ই কিক-অফের পর প্রথম ১৫ সেকেন্ড স্থির দাঁড়িয়ে থাকেন।

ম্যাচের শুরুটা ছিল রিয়ালের দারুণ। অষ্টম মিনিটে এমবাপের বাঁ-দিক দিয়ে ছুটে যাওয়া দারুণ এক আক্রমণ রুখে দেন গেটাফে গোলরক্ষক ডেভিড সোরিয়া। এরপর গেটাফে কিছুটা ঘুরে দাঁড়ায় এবং প্রথমার্ধে সানক্রিসের শট সামান্য উড়ে যায় বারপোস্টের ওপর দিয়ে।

প্রথমার্ধের যোগ করা সময়ে ডেভিড আলাবার নেওয়া এক ফ্রি-কিক চমৎকারভাবে বাঁচান সোরিয়া। অবশেষে ৮০তম মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। আরদা গুলারের পাস পেয়ে এমবাপে পেনাল্টি বক্সের ভেতর থেকে ঘুরে দাঁড়িয়ে জোরালো শটে বল পাঠান পোস্ট ঘেঁষে জালে।

শেষদিকে গেটাফের হতাশা আরও বাড়ে, যখন সানক্রিস ভিনিসিয়ুসের পায়ে বল যাওয়ার পর লাথি মেরে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। ফলে নয়জন নিয়ে শেষ করার ফলে কিছুই করতে পারেনি গেটাফে, আর পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

আইএইচএস/