খেলাধুলা

কিউবার অভিষেক ম্যাচে জিতলো বসুন্ধরা কিংস

এএফসি চ্যালেঞ্জ লিগে বসুন্ধরা কিংসের জার্সিতে প্রথম খেলেছিলেন কিউবা মিচেল। এরপর তিনি বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলেও খেলেছেন। সোমবার বাংলাদেশের ঘরোয়া ফুটবলেও অভিষেক হলো ইংল্যান্ডের সান্ডারল্যান্ডের যুব দল থেকে বসুন্ধরা কিংসে নাম লেখানো ১৯ বছর বয়সী এই মিডফিল্ডারের।

কিংস অ্যারেনায় কিউবার অভিষেক ম্যাচে ফর্টিস এফসির বিপক্ষে জিতেছে ২-১ গোলে। প্রথম ম্যাচে ড্র করেছিল কিংস। কিউবা মিচেলের জন্য ম্যাচটি স্মরণীয় হয়েই থাকবে। তার প্রথম ম্যাচে এবারের লিগে প্রথম জয় পেলো বসুন্ধরা কিংস।

প্রথম মিনিটেই ডরিয়েলটনের গোলে লিড। দ্বিতীয়ার্ধে ফয়সাল আহমেদ ফাহিম গোল করে ব্যবধান ২-০ করেন। ইনজুরি সময়ে ব্যবধান ২-১ করেন ফর্টিস এফসির অনিকাচি ওকাফোর।

লিগের প্রথম ম্যাচে পিডব্লিউডির বিপক্ষে ২-২ গোলে ড্র করার পর ফর্টিসকে হারিয়ে জয়ে ফিরল বসুন্ধরা কিংস। এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠলো সাবেক চ্যাম্পিয়নরা। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। এই তালিকার তিন ও চারে থাকা পিডব্লিউডি এবং বাংলাদেশ পুলিশ এফসিরও পয়েন্ট সমান চার করে। পাঁচে থাকা ব্রাদার্স ইউনিয়নের পয়েন্ট ৩।

পঞ্চম মিনিটে গোল মিস করেন ফর্টিসের সাজ্জাদ। নয়নের দূরপাল্লার শটটি তালুবন্দি করতে গিয়েও পারেননি। বল হাত ফসকে বেরিয়ে গেলে সামনে থাকা সাজ্জাদ শট নেন। এবার ঠিকই বল তালুবন্দি করেন এই তরুণ গোলরক্ষক।

১১ মিনিটে ফের গোলের সহজ সুযোগ মিস করে ফর্টিস। চন্দনের ব্যাকপাস বক্সের বাম প্রান্তে পেয়ে যান ফর্টিসের সাজ্জাদ। তাঁর ক্রসে অনেকটা ফাঁকা পোস্টে বল জড়াতে পারেননি পা ওমর বাবু। ২৯ মিনিটে রাকিব হোসেন উঠে গেলে বদলি হিসেবে নামেন মজিবর রহমান জনি। ৩৭ মিনিটে পা ওমর বাবুর শট ফিস্ট করে ক্লিয়ার করেন শ্রাবণ।

পরের মিনিটে নিশ্চিত গোল ঠেকান ফর্টিসের গোলকিপার। রাফায়েল আগুস্তর কাছ থেকে বল পেয়ে বা প্রান্ত দিয়ে একজনকে কাটিয়ে বক্সে ঢুকে ক্রস দেন ফাহিম। গোলমুখের সামনে ডরিয়েলটনের টোকা ফিরিয়ে দেন সুজান পেরেইরা।

৬০ মিনিটে ফাহিমের গোলে লিড দ্বিগুণ করে বসুন্ধরা কিংস। ৭১ মিনিটে জোড়া বদলি, ইমানুয়েল সানডের সঙ্গে মাঠে নামেন কিউবা মিচেল। ম্যাচের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ওকাফো এক গোল পরিশোধ করলেও হার এড়াতে পারেনি ফর্টিস। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস।

দিনের অপর ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘকে ১-০ গোলে হারিয়েছে পিডব্লিউডি।

আরআই/আইএইচএস