একদিনে নিজেদের দেশে চলছে পাকিস্তানের সঙ্গে সীমান্ত যুদ্ধ। যেখানে পাকিস্তানি বিমান হামলায় তিনজন ক্রিকেটারসহ অনেকেই নিহত হলেন এবং বিক্ষুব্ধ আফগানিস্তান ক্রিকেট দল পাকিস্তান গিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে না বলেও জানিয়ে দিয়েছে। সেখানে রশিদ খানরা টেস্ট খেলতে নেমেছে জিম্বাবুয়ের বিপক্ষে।
সে সঙ্গে জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে দীর্ঘ বিরতির পর ফিরেছে টেস্ট ক্রিকেট। দীর্ঘ বিরতির পর ফেরা সেই টেস্টের প্রথম দিন স্বাগতিক জিম্বাবুয়ের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো সফরকারী আফগানিস্তান। সফরকারী আফগানদের মাত্র ১২৭ রানে গুটিয়ে দিলো জিম্বাবুয়ে। জবাব দিতে নেমে দিন শেষে ৩ রানে লিডও নিয়েছে জিম্বাবুয়ে। শুধু তাই নয় হাতে রয়েছে আরও ৮টি উইকেট।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও দ্রুত ভেঙে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ। ওপেনার ইবরাহিম জাদরান মুজারাবানির বাউন্সে বিভ্রান্ত হয়ে তৃতীয় স্লিপে ক্যাচ দেন। একপ্রান্তে গুরবাজ আক্রমণাত্মক ইনিংস খেললেও অন্যপ্রান্তে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে তারা।
রহমানুল্লাহ গুরবাজ একঝলক আশা জাগালেও ৩৭ রানে থেমে যান। ওপেনার আবদুল মালিক করেন ৩০ রান। টপ অর্ডারে এ দু’জন ছাড়া আর কেউ দাঁড়াতেই পারেনি। অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি করেন ৭ রান। ১২ রান করে আউট হন বাহির শাহ। ১ রান করেন আফসার জাজাই। ইসমত আলম ১৬ বলে করেন ৮ রান। ১৫ বলে ১০ রান করে অপরাজিত থাকেন ইয়ামিন আহমদজাই।
জিম্বাবুয়ের পেসার ব্র্যাড ইভান্স তার আগুনে বোলিংয়ে ৫ উইকেট নিয়ে আফগানিস্তানের ইনিংস শেষ করে দেন মাত্র ১২৭ রানে। ব্লেসিং মুজারাবানি নেন ৩ উইকেট। ১টি নেন তানাকা চিভাঙ্গা।
আফগানদের ছোট স্কোর তাড়া করতে নেমে জিম্বাবুয়ের ওপেনার বেন কারান ও নিক ওয়েলচ দলকে দৃঢ় সূচনা এনে দেন। যদিও শুরুতে মাত্র রান করে আউট হন ওপেনার ব্রায়ান বেনেত। ৪৯ রান করে আউট হয়ে যান নিক ওয়েলচ। আফগান পেসার জিয়াউর রহমান প্রথম টেস্ট খেলতে নেমে ২ উইকেট নিলেও জিম্বাবুয়ে দ্রুত রান তোলায় মনোযোগ দেয়।
ওয়েলচ ৪৯ রানে আউট হলেও কারান অপরাজিত ৫২ রানে দিন শেষ করেন। তাদের জুটিতে দল এগিয়ে যায়, দিন শেষে ২ উইকেট হারিয়ে তোলে ১৩০ রান।
আফগানিস্তানের হয়ে এ ম্যাচে তিনজন খেলোয়াড় টেস্টে অভিষেক করেছেন— পেসার জিয়াউর রহমান, স্পিন অলরাউন্ডার শরাফউদ্দিন আশরাফ এবং লেগস্পিনার খলিল গুরবাজ। তবে অভিষেকেই তারা বড় কোনো প্রভাব ফেলতে পারেননি।
আইএইচএস/