জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হোসেন হত্যার ঘটনা বরগুনার মিন্নির মতোই বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. নজরুল ইসলাম।
একই সঙ্গে তিনি বলেন, ত্রিভুজ প্রেমের বলি জোবায়েদ হোসেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি জোবায়েদ হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য তুলে ধরেন।
এই ঘটনার সঙ্গে বরগুনার আলোচিত মিন্নির ঘটনার সম্পর্ক রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ বরগুনার মিন্নির সঙ্গে মোটামুটি মিল রয়েছে। তিনি আরও বলেন, এটা ত্রিভুজ প্রেমের কাহিনী, এটাকে রাজনৈতিক কোনো কালার দেওয়ার সুযোগ নেই। রাজনীতি বিষয়ে আমরা তেমন কিছু পাইনি। তারা ২৫ সেপ্টেম্বর থেকে হত্যা করার পরিকল্পনা শুরু করে এবং ১৯ অক্টোবর জোবায়েদকে হত্যা করে৷
এর আগে, মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, অভিযুক্ত ওই ছাত্রী ও মাহিরকে জিজ্ঞাসাবাদ শেষে হত্যার পরিকল্পনার বিষয়টি নিশ্চিত হয়েছেন তারা। তিনি বলেন, জোবায়েদ হোসেনকে হত্যার দায় প্রাথমিকভাবে স্বীকার করেছেন ওই ছাত্রী ও মাহির রহমান। এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয় এক মাস আগে।
আরও পড়ুন:
জোবায়েদকে হত্যার দায় স্বীকার করেছেন ওই ছাত্রী ও মাহির: পুলিশ
জোবায়েদের মাকে কী করে বোঝাব তার প্রাণের ছেলে আর দুনিয়াতে নেই
ত্রিভুজ প্রেমের বলি জোবায়েদ: পুলিশ
অভিযুক্ত ছাত্রী ও মাহিরকে জিজ্ঞাসাবাদ শেষে এসব তথ্য জানিয়েছে পুলিশ।
এদিকে, জুবায়েদ হোসেন হত্যার ঘটনায় তার ছাত্রী ও তার প্রেমিক মো. মাহির রহমানসহ (১৯) তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে বংশাল থানায় এ মামলা দায়ের করে জোবায়েদের ভাই এনায়েত হোসেন সৈকত। মামলায় অন্য আসামিরা হলেন, ফারদীন আহম্মেদ আয়লান (২০) ও অজ্ঞাতপরিচয়ের আরও ৪ থেকে ৫ জন।
টিএইচকিউ/এসএনআর/জিকেএস