দেশজুড়ে

গোপালগঞ্জ যুবদলের সাধারণ সম্পাদকের পদ স্থগিত

গোপালগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশের সকল দলীয় পদ স্থগিত করা হয়েছে। নৈতিক স্খলনের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সোমবার (২০ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানায়।

যুবদলের অফিসিয়াল প্যাডে কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রাশেকুজ্জামান পলাশের বিরুদ্ধে আনা অভিযোগের প্রেক্ষিতে তার প্রাথমিক সদস্য পদসহ সংগঠনের সব স্তরের পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তিনি দলীয় সব কার্যক্রম থেকে বিরত থাকবেন।’

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রায় তিন মাস আগে রাশেকুজ্জামান পলাশের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

এফএ/জিকেএস