বিনোদন

তিন দিনের আয় ৬৬ কোটি, ঝড় তুলেছে প্রদীপ রঙ্গনাথনের ‘ডুড’

মাত্র দুই ছবিতেই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন দক্ষিণের তরুণ তারকা প্রদীপ রঙ্গনাথন। এবার তার নতুন সিনেমা ‘ডুড’ মুক্তির পরেই ঝড় তুলেছে বক্স অফিসে। মুক্তির তিন দিনের মাথায় বিশ্বব্যাপী ছবিটির আয় দাঁড়িয়েছে ৬৬ কোটি রুপি।

দিওয়ালি উৎসবের সময় মুক্তি পাওয়া রোমান্টিক ড্রামেডি ঘরানার এ সিনেমাটি নির্মাণ করেছেন কার্থিসরণ। শুরু থেকেই ‘ডুড’সিনেমার জন্য দর্শকের আগ্রহ ছিল তুঙ্গে। তবে মুক্তির পর যে এমন ব্যবসা করবে, তা অনেকেরই ধারণার বাইরে ছিল। ভারতীয় চলচ্চিত্র বিশেষজ্ঞদের মতে, ৩০ কোটি রুপি বাজেটের এই সিনেমা প্রথম সপ্তাহেই ১০০ কোটির ক্লাবে প্রবেশ করবে।

তামিল ও তেলেগু—দুটি ভাষায় মুক্তি পাওয়া সিনেমাটিতে প্রদীপ রঙ্গনাথনের সঙ্গে জুটি বেঁধেছেন মমিথা বাইজু। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে সারথকুমার, রোহিনী, দ্রাবিড সেলভম, নেহা শেঠি ও সত্যাকে।

সিনেমার কাহিনি দুই বন্ধু আগন (প্রদীপ) ও কুরাল (মমিথা)-কে ঘিরে। বন্ধুত্বের সম্পর্কটিতে মোড় আসে যখন কুরাল হঠাৎ বিয়ের প্রস্তাব দেয় আগনকে। এরপর শুরু হয় আবেগ, দ্বন্দ্ব আর রোমাঞ্চে ভরা এক গল্প।

‘হিন্দুস্তান টাইমস’র পর্যালোচনায় সিনেমাটির প্রশংসা করে বলা হয়েছে, ‘নির্মাতা প্রচলিত রোমান্টিক ট্রপগুলো দক্ষভাবে ব্যবহার করেছেন, আবার প্রয়োজনীয় জায়গায় স্টেরিওটাইপ ভেঙে দিয়েছেন। সবচেয়ে বড় বিষয় হলো, দর্শক গল্পটা ধরতে পারছেন ভেবে নিলেও, মুহূর্তে মুহূর্তে তা চমকে দিচ্ছে।’

আরও পড়ুন:‘ডিডিএলজে’র সিমরন চরিত্রটি নিয়ে যা বললেন কাজলকিম কার্দাশিয়ান, যিনি বিতর্ককেও পুঁজিতে পরিণত করেছেন

দক্ষিণ ভারতের তরুণ দর্শকেরা এরই মধ্যে ‘ডুড’সিনেমাকে বছরের অন্যতম বিনোদনমূলক সিনেমা বলে আখ্যা দিচ্ছেন। প্রদীপ রঙ্গনাথনের অভিনয় ও পরিচালনার সংলগ্নতা তাকে নিয়ে গেছে আরেক ধাপ উপরে—যেন দক্ষিণের তরুণ প্রজন্মের নতুন পোস্টার বয় তিনি।

এমএমএফ/এমএস