ফরিদপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবনের ক্ষতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ সড়ক দিবসে বিতরণ করা হয়েছে ১২০টি হেলমেট।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমির হাসান, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী খালেদ সাইফুল্লাহ, ডেপুটি সিভিল সার্জন ডা. বদরুদ্দোজা, ফরিদপুর বিআরটিএর সহকারী পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা সড়ক দুর্ঘটনার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, ট্র্যাফিক আইন না মানা, ওভারটেকিং করা ও চালকদের অসচেতনতা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। এক্ষেত্রে সড়ক দুর্ঘটনার জন্য চালকদের আরও বেশি সচেতন হতে হবে।
জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটি একমাত্র উপলব্ধি করতে পারে তাদের অসহায়ত্ব। তাই চালকদের আরও সচেতন হতে হবে। চালকদের ডোপ টেস্ট করার পাশাপাশি মহাসড়কের থ্রি হুইলার নিষিদ্ধ ও মোটরসাইকেল নিয়ন্ত্রণ করতে হবে। এগুলো সড়ক দুর্ঘটনার জন্য অন্যতম কারণ। পাশাপাশি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সর্বস্তরের জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টিতে বিভিন্ন উদ্যোগ নিতে হবে। পরে জেলা প্রশাসক ১২০ জন মোটরসাইকেল চালককে হেলমেট দেওয়া হয়।
এন কে বি নয়ন/আরএইচ/এমএস