ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহর সঙ্গে বৈঠক করেছে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)। বৈঠকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে কথা বলেছে সংস্থাটির প্রতিনিধি দল। এর আগে মার্কিন সংস্থাটি জানিয়েছে, সংসদ নির্বাচনে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে গণতন্ত্র ও সুশাসন নিয়ে কারিগরি সহায়তা দেবে তারা।
বুধবার (২২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনারের কক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। আইআরআই এর বোর্ড অব ডিরেক্টর ক্রিস্টোফার জে ফুসনারের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।
আইআরআই প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটির ইন্দো-প্যাসিফিক সিকিউরিটি প্রোগ্রামের (আইআরআই) সিনিয়র ফেলো লিসা কার্টিস, আইআরআইয়ের নির্বাচন বিশেষজ্ঞ জেসিকা কিগান, আবাসিক প্রোগ্রাম ডিরেক্টর স্টিভ সিমা, প্রোগ্রাম ডিরেক্টর জেমি স্পাইকারম্যান, রাজনৈতিক দল এবং প্রচারণা বিষয়ক পরামর্শক জন ফ্লুহার্টি, প্রোগ্রাম ডিরেক্টর জেমি স্পাইকারম্যান, পরামর্শক ডারিন বিয়েলেকি এবং কর্মসূচি পরামর্শক অমিতাভ ঘোষ।
বৈঠক শেষে রাজনৈতিক দল এবং প্রচারণা বিষয়ক পরামর্শক জন ফ্লুহার্টি বলেন, ‘আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে কথা বলেছি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে কথা বলার জন্য কোনো দিনই খারাপ দিন নয়। আজ সময় দেওয়ার জন্য আমরা নির্বাচন কমিশনের প্রশংসা করি। এটি একটি দারুণ আলোচনা ছিল। আপনারা জানেন যে, এই মিশন শেষ করার অল্প সময়ের মধ্যেই আমরা একটি প্রতিবেদন প্রকাশ করব। আশা করি আপনারা সবাই তা (প্রতিবেদন) দেখবেন।’
এমওএস/এমএমকে/জিকেএস