বিনোদন

আবার বাবা হলেন কণ্ঠশিল্পী আরফিন রুমি

আবারও বাবা হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আরফিন রুমি। বুধবার (২২ অক্টোবর) সকাল ৭টা ২৬ মিনিটে তার স্ত্রী কামরুন নেসা এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন রুমি।

নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমাদের ঘরে এসেছে পুত্রসন্তান। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

এ নিয়ে তিন পুত্রের জনক হলেন তিনি। তৃতীয় পুত্রের নাম রেখেছেন কিয়ান আরফিন আরহান।

আরফিন রুমি ও কামরুন নেসা ২০১২ সালে বিয়ে করেন। এটি রুমির দ্বিতীয় বিয়ে। এই দম্পতির আরেক পুত্রসন্তান রয়েছে।

এর আগে ২০০৮ সালে ভালোবেসে গায়িকা লামিয়া ইসলাম অনন্যাকে বিয়ে করেছিলেন রুমি। সেই সংসারেও তার এক পুত্রসন্তান রয়েছে।

প্রথম স্ত্রীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলাকালেই দ্বিতীয় বিয়ে করেন রুমি। সে নিয়ে একসময় বেশ বিতর্ক তৈরি হয়। এমনকি প্রথম স্ত্রীর মামলায় গ্রেফতারও হয়েছিলেন তিনি।

তবে এখন পরিবারে এসেছে নতুন আনন্দ। ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা রুমি ও তার নবজাতকের জন্য দোয়া ও শুভেচ্ছা জানাচ্ছেন সামাজিক মাধ্যমে।

এলআইএ/এএসএম