দেশজুড়ে

রাজশাহীতে ফ্যাশন শোতে অংশ নিলো ২৫০ বিড়াল

ছুটির দিনটিকে প্রাণবন্ত করতে রাজশাহীতে অনুষ্ঠিত হলো পোষাপ্রাণী প্রেমীদের এক জমজমাট আয়োজন- ‘পেট ফেয়ার ২০২৫’।

শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১০টা থেকে নগরীর একটি কমিউনিটি সেন্টারে বিভিন্ন প্রজাতির বিড়াল নিয়ে ভিড় করেন বিড়ালপ্রেমীরা। এতে রাজশাহী ও আশপাশের জেলা থেকে শত শত মানুষ তাদের প্রিয় পোষা প্রাণী নিয়ে এই উৎসবে অংশ নেন।

খোঁজ নিয়ে জানা যায়, ৬ষ্ঠ বারের মতো আয়োজিত এ ফেয়ারে প্রায় ২৫০টি বিড়াল অংশ নেয়। তাদের নাম ও সাজসজ্জা দর্শনার্থীদের নজর কাড়ে। পুষ্পা, থর, রিও, কিটি, বিস্কুট, লিও, পান্ডা, টম, কায়রো, অ্যাবি ও গুল্লু নামের বিড়ালগুলো ছিলো বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। বিড়ালদের জন্য বিশেষ ফ্যাশন শো আয়োজন করা হয়, যেখানে রঙিন পোশাক ও অনন্য সাজে তারা মঞ্চে হাঁটে।

এছাড়া মেলায় ছিল নানা আকর্ষণীয় আয়োজন- সেমিনার, বিড়াল ও মালিকদের খেলাধুলা, পোষা প্রাণীর পণ্য ও সেবার প্রদর্শনীসহ বিনোদনমূলক কার্যক্রম। মেলা প্রাঙ্গণে ছোট-বড় নানা বয়সের পশুপ্রেমীদের উপচে পড়া ভিড় ছিলো সারাদিনজুড়ে। হাসিখুশি মুখে সবাই তাদের প্রিয় প্রাণী নিয়ে সময় কাটান।

বিড়ালপ্রেমী রাফিয়া আক্তার জানান, আমি আমার পোষা বিড়াল কিটিকে মেলায় নিয়ে এসেছি যেন সে অন্য প্রাণীদের সঙ্গে মিশতে পারে। এতে তার ভয় কেটে যাচ্ছে। এমন আয়োজন পশুপাখির প্রতি মানুষের ভালোবাসা বাড়িয়ে দেয়।

মেলায় অংশ নেওয়া আহসান হাবীব বলেন, আমাদের মূল উদ্দেশ পোষাপ্রাণী ও তাদের মালিকদের মধ্যে বন্ধন আরও মজবুত করা। পোষা প্রাণীর প্রতি যত্ন, ভালোবাসা এবং দায়িত্ববোধ তৈরি করাই এই আয়োজনের লক্ষ্য।

পেট ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী মিনারুল ইসলাম মিনার বলেন, রাজশাহীতে এ ধরনের ফেয়ার এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এতে পোষা প্রাণীর মালিকরা একে অপরের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাচ্ছেন। সবচেয়ে বড় বিষয় হলো, এটি প্রাণীর কল্যাণে সচেতনতা তৈরির দারুণ একটি উদ্যোগ।

তিনি জানান, ভবিষ্যতে রাজশাহীতে আরও বড় পরিসরে পেট ফেয়ার আয়োজন করা হবে, যাতে এটি শুধু একটি মেলা নয়- প্রাণীর কল্যাণ ও ভালোবাসার একটি উৎসবে পরিণত হয়।

সাখাওয়াত হোসেন/কেএইচকে/এএসএম