মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় আওয়ামী লীগ সমর্থিক দুই গ্রুপের সংঘর্ষে মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি সুমন সেন জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার সন্ধ্যায় মাগুরা জেলা কারাগার থেকে জামিনে মুক্ত পান তিনি। হাইকোর্ট থেকে জামিনে মুক্তির আদেশ পাওয়ার পর সোমবার মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার আইনজীবী জামিননামা দাখিল করেন। এরই প্রেক্ষিতে তাকে জামিন মুক্তি দেয়া হয়। মাগুরা জেলা সুপার তায়েফ উদ্দিন মিয়া সুমন সেনের জামিনে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য,গত বছরের ২৩ জুলাই আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় ক্ষমতাশীন দলের সমর্থক দু’পক্ষের সংঘর্ষে নাজমা বেগম নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূর পেটে গুলি লাগে । এঘটনায় মোমিন ভুইয়া নামে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে মোমিন ভুইয়ার ছেলে রুবেল জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন সেনকে প্রধান আসামি করে ১৬ জনের নামে মাগুরা সদর থানায় মামলা দায়ের করেন।মো. আরাফাত হোসেন/এসকেডি