একুশে বইমেলা

লিটলম্যাগ সংগ্রহশালা করছে বাংলা একাডেমি

গ্রন্থাগারের অংশ হিসেবে কথাশিল্পী আখতারুজ্জামান ইলিয়াসের নামে একটি লিটলম্যাগ সংগ্রহশালা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বাংলা একাডেমি।

২৮ অক্টোবর বাংলা একাডেমির ফেসবুক পেজে পোস্ট করা একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে বাংলাদেশে প্রকাশিত সাহিত্য পত্রিকা ও লিটলম্যাগ সংগ্রহ করা হবে। পরে এ আয়োজন সমগ্র বাংলা ভাষা বিবেচনায় রেখে প্রবর্ধিত হতে পারে।

এ ব্যাপারে বাংলা একাডেমি সংশ্লিষ্ট সম্পাদক-লেখকদের মনোযোগ আকর্ষণ করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়, সম্পাদক বা সংশ্লিষ্ট কেউ নিজেদের পত্রিকার সংখ্যাগুলো সংরক্ষণের জন্য দিতে পারেন। যাঁদের কাছে পত্রিকার সংগ্রহ আছে, তাঁরাও বাংলা একাডেমির সঙ্গে যোগাযোগ করতে পারেন।

আরও বলা হয়, প্রতি সংখ্যার দুই কপি করে সংরক্ষণ করা হবে। পাঠ ও গবেষণার জন্য এ সংগ্রহশালা গ্রন্থাগারের বিধি-মোতাবেক ব্যবহার করা যাবে। পরে স্ক্যান করে অনলাইনে পাঠের ব্যবস্থা করার পরিকল্পনাও রয়েছে।

এসইউ/এমএস