আন্তর্জাতিক

কেনিয়ায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২১, নিখোঁজ ৩০

কেনিয়ার পশ্চিমে অবস্থিত রিফট ভ্যালি অঞ্চলে আকষ্মিক ভূমিধসে ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩০ জন নিখোঁজ রয়েছে। এছাড়া গুরুতর আহত আরও ৩০ জনকে চিকিৎসার জন্য এলডোরেট শহরের হাসপাতালে নেওয়া হয়েছে।

বর্ষা মৌসুমে টানা ভারি বৃষ্টিপাতের কারণে শনিবার (১ নভেম্বর) ভোরে প্রবল বর্ষণের পর চেসোঙ্গচ এলাকার পাহাড়ি ঢালে এ ভূমিধসের ঘটনা ঘটেছে। এ ভূমিধসে এক হাজারেরও বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এলগেয়ো-মারাকওয়েট কাউন্টির পুলিশ কমান্ডার পিটার মুলিঞ্জে জানান, এ পর্যন্ত ১৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে আরও অন্তত ৩০ জনের বেশি নিখোঁজ রয়েছেন।

কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কিপচুম্বা মুরকোমেন এক বিবৃতিতে বলেন, উদ্ধার অভিযানে সহায়তা করতে সেনা ও পুলিশ হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে কেনিয়ায় ভূমিধস ও বন্যায় শত শত মানুষের মৃত্যু হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে দেশটিতে এখন আগের চেয়ে অনেক বেশি ও তীব্র আবহাওয়াজনিত দুর্যোগের ঘটনা ঘটছে।

এর আগে গত বছর মধ্য কেনিয়ায় আকস্মিক ভয়াবহ বন্যায় অন্তত ৬১ জনের মৃত্যু হয়েছিল।

এদিকে কেনিয়ার প্রতিবেশী রাষ্ট্র উগান্ডার পূর্বাঞ্চলেও গত সপ্তাহে ভূমিধসে অন্তত ১৩ জন নিহত হয়েছেন বলে উগান্ডা রেড ক্রসের পক্ষ থেকে জানানো হয়েছে।

সূত্র : সিএনএন কেএম