রাজনীতি

শেষমেশ শাপলা কলিতেই রাজি এনসিপি

প্রতীক হিসেবে শাপলা নয়, শেষমেশ শাপলা কলি নিতে রাজি হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২ নভেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এ কথা বলেন।

পাটওয়ারী বলেন, নির্বাচন কমিশন একধাপ এগিয়ে শাপলা কলি অন্তর্ভুক্ত করেছে। আমরা এটি পজিটিভলি নিয়েছি। আশা করি, ইসি দ্রুত আমাদের এই মার্কা দিয়ে নিবন্ধন ঘোষণা করবে। আগামী নির্বাচনে ধানের শীষ বনাম শাপলা কলি হাড্ডাহাড্ডি লড়াই হবে।

তিনি বলেন, গণভোট নিয়ে বিএনপি এবং জামায়াত মুখোমুখি অবস্থানে রয়েছে। আপনাদের এই ধরনের যুদ্ধ নির্বাচনকে ব্যাহত করবে। নির্বাচন পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য দুই দলকে আহ্বান জানাবো নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করবেন না।

তিনি আরও বলেন, গণভোট ইলেকশনের দিনও হতে পারে, আগেও হতে পারে। আমরা চেয়েছিলাম গণভোটটা যেন সুষ্ঠু হয় এবং গণভোটে যেন মানুষের অংশগ্রহণটা ভয়ভীতিহীন হয়। গণভোটটা আগে হলে মানুষের মধ্যে সংস্কার নিয়ে একটা উদ্দীপনা কাজ করবে। প্রচার প্রচারণা বেশি করতে পারবে- সেটার একটা পজিটিভ দিক রয়েছে। কিন্তু আমরা এখানে ফ্লেক্সিবল গণভোট চাই। গণভোট নিয়ে দুই দল মারামারি করবে এটার কোনো যৌক্তিকতা নেই।এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

এর আগে এক অনুষ্ঠানে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছিলেন, ‘আমরা বরাবরই বলে আসছি, এনসিপি শাপলা চায়। এনসিপি শাপলা নিয়ে নির্বাচন করবে। শাপলার প্রশ্নে আমরা আপসহীন। শাপলা নিয়ে আমরা একবিন্দু ছাড় দিতে চাই না।’

এমওএস/জেএইচ/এমএস