গুঞ্জনটা যেমন, গল্পটাও তেমন। সেরকম একটা গল্পের জন্য নায়ক-নায়িকা খুঁজছিলেন নির্মাতা। পেয়েও গেলেন তটিনী ও ইয়াশ রোহানকে। আর তাদের নিয়ে নবনির্মিত ওয়েব ফিল্ম দেখলে বোঝা যাবে, ওদের প্রেমের গুঞ্জন প্রায় সত্যের কাছাকাছি।
স্বল্পদৈর্ঘ্যের নাম থেকে দীর্ঘদৈর্ঘ্যের সিনেমায় নাম লেখালেন তটিনী-রোহান জুটি। নতুন সিনেমায় অভিনয় করেছেন তারা। ‘তোমার জন্য মন’ নামের এই সিনেমাটি বানিয়েছেন শিহাব শাহীন।
নির্মাতা জানান, যে রকম গল্প তিনি বলতে চেয়েছেন, সেখানে এমন একটা জুটি দরকার ছিল যাদের মধ্যে কাজ ও কাজের বাইরে বোঝাপড়া ভালো! সেকারণে এই জুটিকে বেছে নেওয়া। মফস্বলে বেড়ে ওঠা দুই তরুণের প্রেমের গল্প সেটি। শিহাব শাহীন বলেন, ‘এটা একটা ফিল গুড রোমান্টিক গল্পের কনটেন্ট।’
আরও পড়ুন:ইয়াশ-তটিনীর নতুন প্রেমের গল্পভাগ্যবান দম্পতি ইয়াশ-তটিনী
গল্পটি শুরু করার ধারণা দিতে গিয়ে শিহাব শাহিন বলেন, ‘আমাদের কিছু প্রবাদ আছে, “বৃক্ষ তোমার নাম কী, ফলে পরিচয়”, “জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো”। এই গল্পের মধ্যে এই ভাবনা বা দর্শনগুলো আছে। অনেক সময় মানুষের নাম অনেক বড় হয়ে আমাদের সামনে আসে, কিন্তু মানুষ তার কাজেই বড় হয়। এই আইডিয়াটা নিয়েই গল্প।’
‘তোমার জন্য মন’ ছবিতে পিউ চরিত্রে অভিনয় করেছেন তটিনী। পিউ সিদ্ধান্তহীনতায় ভোগা আবেগপ্রবণ এক মেয়ে। এক ঘটনা তার আত্মোপলব্ধি হয় এবং জীবনের কিছু সমস্যার সমাধান হয়ে যায়।
তিটিনী বলেন, ‘গল্পটা অর্ধেকের মতো শোনার পর আমি যেমনটা ধারণা করছিলাম সেরকম তো হলোই না, বরং এমন একটা কিছু হলো যেটা অপ্রত্যাশিত। কাজটি করার জন্য সেই ব্যাপারটাই আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করলো। আমি শিহাব ভাইকে সঙ্গে সঙ্গেই জানাই যে, আমি কাজটি করতে চাই। শুধু তাই না, শিহাব ভাইয়ের পরিচালনায় এটা আমার দ্বিতীয় কাজ হওয়ার কারণে জানি, তার সঙ্গে কাজ করাটাও একটা শিক্ষা।’
অন্যদিকে এলাকার প্রভাবশালী পরিবারের ছেলে রওনক। এই চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। রওনক তার নিজের পরিচয় বা কর্মে এগিয়ে যেতে চায়। ইয়াশ রোহান বলেন, ‘আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম এবং ডেটসও ছিল না। বললাম স্ক্রিপ্ট পাঠাতে। সেটা পড়ার পর আমার মনে হলো, কাজটা করা দরকার। অন্য যে কাজগুলো ছিল, তাদের সঙ্গে কথা বলে, ম্যানেজ করে ডেট বের করে শিহাব শাহীন ভাইয়ের কাজটা করলাম।’
‘তোমার জন্য মন’-এর শুটিং হয়েছে যশোরে। নির্মাতা দলের কাছ থেকে জানা গেছে, নতুন লোকেশন, নতুন ইমেজ পাওয়া যাবে এই ছবিতে। তবে এমন নয় যে, চরিত্রগুলো যশোরের ভাষায় কথা বলবে। এ ছাড়া কক্সবাজারেও কিছু দৃশ্যের শুটিং হয়েছে।’
ছবিটি নিজস্ব কনটেন্ট হিসেবে অবমুক্ত করছে চরকি। ওটিটি প্ল্যাটফর্মটির প্রধান নির্বাহী রেদওয়ান রনি বলেন, ‘দর্শকদের জন্য আমাদের সবসময় নতুন কিছু করার চেষ্টা থাকে। সেই চেষ্টায় শিহাব শাহীন পরীক্ষিত এক নাম। আগেও চরকির রোমান্টিক গল্পে দর্শকদের মন জয় করেছেন তিনি। এবার রয়েছেন ইয়াশ-তটিনীর মতো জনপ্রিয় জুটি। সব কিছু মিলিয়ে নিশ্চয়ই দর্শকরা আবারও একটি দারুণ কনটেন্ট পেতে যাচ্ছেন।’
‘তোমার জন্য মন’ ছবিতে আরও অভিনয় করেছেন সমু চৌধুরী, সাবিহা জামান, অতিথি চরিত্রে সালাহউদ্দিন লাভলু প্রমুখ। গল্প, চিত্রনাট্য সংলাপ লিখেছেন শিহাব শাহীন, রয়েছে ইমন চৌধুরীর গান। আবহসংগীত করেছেন খৈয়াম সানু সন্ধি।
প্রায় সব ঘরানাতেই দাপুটে পদচারণা নির্মাতা শিহাব শাহীনের। ড্রামা, থ্রিলার, রোমান্টিক গল্পে কনটেন্ট বানাচ্ছেন তিনি। প্রেক্ষাগৃহের পর আবারও তিনি ওটিটিতে ফিরছেন সিনেমা নিয়ে। তার নতুন ছবিটি ৫ নভেম্বর রাত ১২টায় (৬ নভেম্বর) মুক্তি পাবে চরকিতে।
এলআইএ/এমএস