গাইবান্ধার বোনারপাড়ায় লালমনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে বোনারপাড়া স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর স্টেশনের দক্ষিণ গেটে ইঞ্জিন লাইনচ্যুত হয়। এদিকে, ট্রেনটির ইঞ্জিন লাইচ্যুত হওয়ার ফলে শত শত যাত্রী দুর্ভোগের মধ্যে পড়েছেন এবং আপাতত ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ট্রেনটির উদ্ধার কাজ চলছে। রেলের একটি সূত্র জানায়, দায়িত্বপ্রাপ্ত পার্মানেন্ট ওয়ে ইন্সপেক্টরের খামখেয়ালির কারণে ওই ঘটনা ঘটেছে। রেললাইন ট্রেন চলাচলের উপযোগী আছে ক না তা দেখভালের দায়িত্ব ওয়ে ইন্সপেক্টরের। তিনি লাইন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিলে এমন পরিস্থিতি হতো না।বোনারপাড়া স্টেশন মাস্টার আব্দুল জলিল জানান, গাইবান্ধা থেকে ট্রেনটি বোনারপাড়া স্টেশনে ঢোকার পর নিয়মিত বিরতি নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। স্টেশন থেকে সামান্য দূরে দক্ষিণ রেলগেটে গিয়ে ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যায়। যাত্রীদের কোনো ক্ষয়-ক্ষতি হয় নি।অমিত দাশ/এসএস/পিআর