পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজুরী চৌধুরী। এসময় আরো গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল মো. আবদুন নুর পিএসসি, পলাশপুর জোন অধিনায়ক লে. কর্নেল মো. আতিকুল হক চৌধুরী পিএসসি, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মো. জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে আমন্ত্রিত অতিথিগণ অনুষ্ঠানস্থলে পৌঁছালে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান তাদের স্বাগত জানান। মাটিরাঙ্গা জোনের স্টাফ অফিসার মেজর মো. শফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো. তাজুল ইসলাম তাজু, মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাদাত হোসেন টিটো, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা ও মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র মো. আলউদ্দিন লিটন মাহফিলে উপস্থিত ছিলেন।ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি এবং শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাও. হারুন অর রশিদ।মুজিবুর রহমান ভুইয়া/এআরএ/পিআর