খাগড়াছড়িতে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জিপের চালকসহ অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। বুধবার বিকালে খাগড়াছড়ি জেলা সদরের চেঙ্গী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, সুমাইয়া আক্তার (১০), উলাচিং মারমা (২২), ও জীপের চালক রুপম দে (৩৫)। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করেছে।সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামসুদ্দিন ভুইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাটিরাঙ্গা থেকে ছেড়ে আসা ইটবোঝাই একটি ট্রাকের (নং চট্টমেট্রো-ট-১১-১১১৯) সঙ্গে বিপরীত দিক থেকে আসা জিপের (নং-ঢাকা-ক- ৪২৪৭) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় তিনজন গুরুতর আহত হন। মুজিবুর রহমান ভুইয়া/এআরএ/পিআর