দেশজুড়ে

ছাত্রলীগের উদ্যোগে অসমাপ্ত আত্মজীবনী বিতরণ

লক্ষ্মীপুরের রায়পুরে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী ও ফলজ গাছের চারা বিতরণ করেছে জেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে চরবংশী জয়নালীয়া উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচীর আয়োজন করা হয়।দলীয় সূত্র জানায়, জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেলের উদ্যোগে দলের প্রতিটি শাখায় শিক্ষার্থী ও দলীয় নেতাকর্মীদের মধ্যে বিনামূল্যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও ফলজ গাছের চারা বিতরণ কর্মসূচী হাতে নেওয়া হয়।ছাত্রলীগ নেতা খান আল মামুন বলেন, জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেলের নির্দেশে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ৫০টি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী ও ২০০ পেয়ারা গাছের চারা বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।উত্তর চরবংশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি খান আল মামুনের সভাপতিত্বে বই ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার, স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম ভুলু, আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান খান ও যুবলীগ নেতা মারুফ বিন জাকারিয়া প্রমূখ। কাজল কায়েস/এফএ/এবিএস