দেশজুড়ে

ঈশ্বরদী ইপিজেডে অক্সিজেন সংকটে ৩৫ নারী শ্রমিক অসুস্থ

‎পাবনার ঈশ্বরদী ইপিজেডের হাইজিংটন চায়না চুল কোম্পানিতে অক্সিজেন সংকটে ৩৫ নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।‎‎শনিবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কারখানার চতুর্থ তলায় দীর্ঘসময় এসি বন্ধ থাকায় অক্সিজেনের মাত্রা কমে গেলে শ্রমিকরা শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গ অনুভব করেন।‎‎অবস্থার অবনতি হলে ১৫ জনকে গুরুতর অবস্থায় বেপজা হাসপাতাল এবং আরও ২০ জনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।‎প্রতিষ্ঠানের অ্যাডমিন রাশিদুজ্জামান বলেন, এসি বন্ধ থাকায় অক্সিজেন লেভেল কমে যায়। এসময় অন্যরাও আতঙ্কিত হয়ে পড়ে।‎‎ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. ইব্রাহিম হোসেন জানান, শ্বাসকষ্ট নিয়ে বেশ কয়েকজন হাসপাতালে আসেন। তাদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে অধিকাংশ রোগীই সুস্থ রয়েছেন।

শেখ মহসীন/এএইচ/জেআইএম