কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও সাতক্ষীরা জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাড. তামিম আহমেদ সোহাগের বিরুদ্ধে দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলাটি প্রত্যাহার করা হয়েছে। জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত অভিযোগ দাখিলের কয়েকদিন পর অভিযোগটি প্রত্যাহার করে নিয়েছেন ভুক্তভোগী ওই নারী।লিখিত অভিযোগ অনুসারে, দেড় বছর আগে শ্বশুরবাড়ির একটি সমস্যা নিয়ে ওই নারীর সঙ্গে অ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগের পরিচয় হয়। এসময় থেকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দেন সোহাগ। রাজী না হলে স্বামীকে বিভিন্ন মামলায় জড়িয়ে দেয়ার হুমকিও দেন তিনি। পরবর্তীতে নিজেকে সরকারদলীয় নেতা পরিচয় দিয়ে বিয়ে করার প্রস্তাব দেন ও স্বামী রবিউলকে তালাক দিতে বাধ্য করেন। এক পর্যায়ে মিথ্যা আশায় প্রলুব্ধ হয়ে স্বামীকে তালাক দেন ওই নারী। এরপর থেকে সোহাগ ওই নারীর সঙ্গে বিয়ের আশ্বাস দিয়ে দিনের পর দিন শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। বিয়ের কথা বললে তালবাহানা শুরু করেন। এক পর্যায়ে তাকে বিয়ে করবেন না জানিয়ে দিয়ে গত শুক্রবার অন্যত্র বিয়ে করেন সোহাগ। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আব্দুল মজিদ বলেন, এপিপি সোহাগের বিরুদ্ধে জৈনিক এক নারী ধর্ষণের অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ দিয়েছিলেন। বুধবার ওই নারী তার অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন।অভিযোগের বিষয়ে অ্যাড. তামিম আহমেদ সোহাগ বলেন, আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছি। অভিযোগকারী ওই নারী ভুল বুঝতে পেরে তার অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন। আকরামুল ইসলাম/এফএ/এবিএস