পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী বাসস্ট্যান্ডে একটি তেলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।তুষখালী ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহজাহান হাওলাদার জানান, বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে তুষখালী বাজারের বাসস্ট্যান্ড এলাকায় তারেকের তেলের দোকানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মঠবাড়িয়া, ভান্ডারিয়া ও পিরোজপুরের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তারেক মোস্তফা মুন্সীর দালানে ভাড়ায় ব্যবসা করে আসছিলেন। আগুনে পার্শ্ববর্তী হারুনের ভাঙাড়ির দোকানও ভস্মীভূত হয়েছে। এতে প্রায় কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে কীভাবে আগুন লেগেছে, সে বিষয়ে কিছু জানা যায়নি বলে জানান তিনি।মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।হাসান মামুন/এফএ/আরআইপি